প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোহীত উল আলম বলেন, যেহেতু ইংরেজি ভাষা বিদেশি, সুতরাং এই ভাষাকে রপ্ত করতে দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রম প্রয়োজন। এই ভাষা রপ্ত করা গেলে এই ভাষা ও সাহিত্যের উপর আত্মবিশ্বাস জন্মাবে। শুধু তাই নয়, ইংরেজি ভাষা বৈশ্বিক ভাষা হওয়ায় তা রপ্ত করা গেলে তোমাদের জীবনে গতি আসবে এবং ভবিষ্যত উজ্জ্বল হবে। তিনি বলেন, এই বিভাগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও উপকরণ সরবরাহ করে।
এতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবদুর রহিম, গাজী শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, কোহিনুর আক্তার, রোমানা চৌধুরী,সুমিত চৌধুরী প্রমুখ। সহকারী অধ্যাপক সালমা আক্তার ও শহীদুল আলম চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।