প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে ইউনিভার্সিটি ইকোনোমিস্ট ফোরামের (পিইউইএফ) উদ্যোগে সম্প্রতি ‘আন্তর্জাতিক শ্রম দিবস’ পালিত হয়। আয়োজনের প্রথম অংশে ‘সেকটোরাল লেবার ফোর্স পার্টিসিপেশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী। সেমিনারের শুরুতে বিভাগীয় ছাত্র–ছাত্রীদের পক্ষ থেকে ষষ্ঠ অধিবর্ষের শিক্ষার্থী শর্মি বণিক শ্রমশক্তির ইতিহাস নিয়ে একটি তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। তিনি শ্রমশক্তির বিকাশ, পরিবর্তন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। কীনোট স্পিকার ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা। তিনি গত এক দশকে, বাংলাদেশের তিনটি প্রধান সেক্টরে (কৃষি, শিল্প এবং সেবা) শ্রমশক্তি নিয়োগ, নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে নারী–পুরুষের অনুপাত, মজুরিতে নারী–পুরুষের বৈষম্য, প্রকৃত মজুরী ও মুদ্রাস্ফীতির তুলনা এবং শ্রমিকদের ক্রয়ক্ষমতার উপর মুদ্রাস্ফীতির প্রভাবের গতি–প্রকৃতি নিয়ে আলোচনা করেন। সমাপনী বক্তব্যে ফারজানা ইয়াসমিন চৌধুরী বাংলাদেশের শ্রমবাজারে করোনা মহামারীর প্রভাব, উচ্চশিক্ষিত বেকারদের বেকারত্বের কারণ, কর্মক্ষেত্রে নারীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং সর্বোপরি বাংলাদেশের ক্রমবর্ধমান বেকারসমস্যা সমাধানে ক্ষুদ্র ঋণের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পঞ্চম অধিবর্ষের ছাত্র নাজমুস সাকিব ভূঁইয়া। অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক বদরুল হাসান আওয়াল, সহকারী অধ্যাপক অর্পিতা দত্ত, সহকারী অধ্যাপক উম্মে সালমা, সহকারী অধ্যাপক সুদীপ দে, প্রভাষক ইফতেখার মিয়াসহ বিভাগের বিভিন্ন সেমিস্টারের ছাত্র–ছাত্রী উপস্থিত ছিলেন। এই আয়োজনের দ্বিতীয় অংশে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় ‘এই সংসদ অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে শ্রমিক অধিকারকে অগ্রাধিকার দেবে’ শীর্ষক একটি প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের জন্য পূর্ববর্তী দিনেই একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল, যেখানে অংশগ্রহণকারীরা বিতর্কের কৌশল, উপস্থাপনা ও যুক্তির জোরালো উপাদান নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এই বিতর্ক প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের যুক্তি প্রদর্শনের দক্ষতা বাড়াতে এবং শ্রম অধিকার ও অর্থনৈতিক নীতিমালা নিয়ে গভীর ভাবনার সুযোগ প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি।