প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ৩য় ব্যাচের বরণ এবং ১ম ব্যাচের বিদায় গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এতে প্রধান অতিথি ছিলেন। বিভাগের কো–অর্ডিনেটর ড. সাদিকা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। স্বাগত বক্তা ছিলেন বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মোজাহিদ। সঞ্চালক ছিলেন বিভাগের শিক্ষক অর্পা পাল।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, সম্পদ বলতে আমি শুধু প্রকৃতির সম্পদ বলছি তা নয়। মানুষও একটা সম্পদ, তার চিন্তাও সম্পদ। মানুষের সমস্ত কর্মকাণ্ডই আসলে সম্পদের অংশ। সমাজবিজ্ঞান সেসব বিষয়ে আমাদের দৃষ্টিপাত করে। তিনি সম্পদের অপচয় রোধ করাকেই সাসটেইনেবল ডেভেলপমেন্ট বলে উল্লেখ করেন। বিশেষ অতিথি মোহাম্মদ ইফতেখার মনির বলেন, স্যোশিওলজিকে থিওরিটিক্যাল সাবজেক্ট মনে হলেও এটা আসলে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তিনি ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয় পড়ার ক্ষেত্রে স্যোশিওলজির প্রয়োজনীয়তা তুলে ধরেন। কো–অর্ডিনেটর ড. সাদিকা সুলতানা চৌধুরী বলেন, বিশ্বায়ন পুরো পৃথিবীটাকে এক করেছে। কমিউকেশন ফাস্ট হয়েছে।অনুষ্ঠানে স্যোশিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।