প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে স্নাতক প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি–ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন ফারজানা ইয়াসমিন চৌধুরী। তিনি তার বক্তব্যে জ্ঞানার্জনে প্রযুক্তিবান্ধব তথ্যনির্ভর লাইব্রেরির গুরুত্বের কথা তুলে ধরে বলেন, গ্রন্থাগারই মানুষের লব্ধজ্ঞানকে সংরক্ষণ করে পর্যায়ক্রমে সভ্যতার শীর্ষবিন্দুতে টেনে তুলেছে। জ্ঞানার্জন, গবেষণা, চেতনা ও মূল্যবোধের বিকাশ, সংস্কৃতিচর্চা ইত্যাদির মাধ্যমে মানুষকে আলোকিত করে তোলা এবং পাঠাভ্যাস নিশ্চিতকরণে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। পরে লাইব্রেরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটির গ্রন্থাগারিক মোহাম্মদ কাউসার আলম। তিনি বলেন, বর্তমান যুগ ওয়েব এবং সার্চ ইঞ্জিনের যুগ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ডিজিটাইজেশন, ডিজিটাল প্রিজারভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার, রিমোট অ্যাকসেসের মাধ্যমে রিয়েল টাইম ইনফরমেশন সরবরাহের ভিত্তিতে লাইব্রেরি একটি লাইফলং লার্নিং সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। মানবজ্ঞানকে সহজলভ্য করতে ডিজিটাল লাইব্রেরি এনে দিয়েছে অপার সুযোগ। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃক সাবস্ক্রাইবকৃত বিভিন্ন ই–রিসোর্সের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। তাছাড়া লাইব্রেরি ক্যাটালগ, ইনস্টিটিউশনাল রিপোজিটরি এবং পৃথিবীর বিখ্যাত ই–রিসোর্স ডাটাবেস থেকে কীভাবে জার্নাল, আর্টিকেল এবং ই–বুক সার্চ করে ডাউনলোড করে ব্যবহার করতে হয় তা দেখিয়ে দেন। অনুষ্ঠানের শেষের দিকে তিনি ছাত্রুছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডিজিটাল পাঠপদ্ধতি ও জ্ঞান অন্বেষণপ্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের লাইব্রেরির শাখাপ্রধান জাহিদ হোসাইন সিদ্দিকী ও সহকারী কর্মকর্তা মো. সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।