প্রিমিয়ার ভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ শহিদুল আলম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। এই সভায় ২০ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ইউনিভার্সিটির আর্থিক খাতের ইন্ডিপেন্ডেন্ট অডিটের জন্য অডিট ফার্ম নিয়োগ, হাজারী লেইনস্থ ভবনের অবশিষ্ট নির্মাণ কাজ, মহার্ঘ ভাতা ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন মোটরসাইকেলকে ধাক্কা সিএনজি টেক্সির