প্রিমিয়ার ভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিভাগের ফল সেশনের প্রজেক্ট ডে

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের উদ্যোগে সম্প্রতি প্রজেক্ট ডে ফল২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা ৬৭টি প্রকল্প ও ৩৯টি পোস্টার প্রদর্শন করে, যা তাদের ল্যাবরেটরি কোর্সের অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে।

প্রদর্শনীতে বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ১২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে প্রকৌশল শিক্ষার ব্যবহারিক দিকের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক। তিনি বলেন, একজন দক্ষ প্রকৌশলী হতে হলে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই হবে না, ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের গবেষণাধর্মী ও উদ্ভাবনী কাজের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজতে হবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় প্রকল্প বাস্তবায়নে সক্ষম করে তুলবে।

তিনি আরও বলেন, আমাদের আউটকাম বেইসড কারিকুলামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়মিত ল্যাব প্রজেক্ট ও পোস্টার প্রেজেন্টেশন শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব ও স্মার্ট বাংলাদেশ গঠনের উপযোগী করে তুলছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী ও প্রভাষক রাহুল চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক সামিনা আলম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সরিৎ ধর, প্রভাষক সোমেন দত্ত, প্রভাষক মনিষা দে, প্রভাষক আবীর ধর, প্রভাষক জয়নব বিনতে আহমেদ, প্রভাষক ফারিয়া তাহসিন এবং এই বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী।

প্রদর্শনীর শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে