প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে জনস্বাস্থ্য বিভাগ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে জরায়ু–মুখ ক্যান্সারের এইচপিভি টিকার ২য় ডোজ প্রদান কর্মসূচি গত বুধবার সম্পন্ন হয়। দিনব্যাপী বিভিন্ন বিভাগের ছাত্রী, শিক্ষিকা ও মহিলা কর্মকর্তা–কর্মচারীদের ডোজটি প্রদান করা হয়। এসময় কার্যক্রম পরিদর্শন করেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, মোহাম্মদ আমিনুর ইসলাম, মোশাররাফ হোসেন, সুমন ঘোষ ও সাকিল আহাম্মেদ।
ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ এতে উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ৯–৪৫ বছরের নারীরা জরায়ু–মুখ ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। এটা নীরব ঘাতক ব্যাধি।
এইচপিভি টিকার মাধ্যমে এই রোগ দেশ থেকে নির্মূল করতে হবে। ড. মো. জাহেদুল ইসলাম বলেন, দেশে নারীদেরকে জরায়ু–মুখ ক্যান্সার সম্পর্কে সচেতন করা, স্ক্রিনিং–এর আওতায় নিয়ে আসা এবং ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা অপরিহার্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগ প্রতিরোধের জন্য বদ্ধ পরিকর। এই সংস্থা বৈশ্বিক কৌশল ৯০–৭০–৯০ অবলম্বনে ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে জরায়ু–মুখ ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল করতে চায়। প্রেস বিজ্ঞপ্তি।