প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এসএম নসরুল কাদির

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৬:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নসরুল কাদির।

বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও গুণগতমানসম্পন্ন করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

ড. এসএম নসরুল কাদির জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি লাভ করেন অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে শিক্ষকতা করছেন এবং ফিন্যান্স বিষয়ে গবেষণায় অবদান রেখে আসছেন।

উল্লেখ্য, এর আগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. অনুপম সেন। তাঁর মেয়াদ শেষে হওয়ার আগে অবহেলিত নেন তিনি পরে নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া জন্য সুপারিশ করে সিসিসি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সরলে পূর্ব শত্রুতার জের ধরে গোলাগুলি, আহত ৩০
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে আত্মসাৎ মামলায় বিকাশের কর্মচারী গ্রেপ্তার