প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শুরুটা জয় দিয়ে করা হলোনা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। নিজেদের প্রথম ম্যাচে শতদল ক্লাবের কাছে পয়েন্ট হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে শতদল ক্লাবের সাথে গোল শূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফলে পয়েন্ট হারিয়েই লিগে যাত্রা শুরু করতে হলো শিরোপা প্রত্যাশি দলটিকে। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি বনে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার এলিটা কিংসলেকেও দলে ভিড়িয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু এই তারকা মন ভরাতে পারেনি সমর্থকদের। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে এবং তার দলকে। ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেললেও বল দখলে এগিয়ে ছিল শতদল ক্লাব। বারবার তারা আক্রমণের চেষ্টা করেছে মুক্তিযোদ্ধা শিবিরে। কিন্তু মুক্তিযোদ্ধার রক্ষন ভেদ করা সম্ভব হয়নি।
প্রথমার্ধে বেশিরভাগ সময়ই বল নিয়ে এদিক ওদিক ছুটোছুটি করেছে। কিন্তু গোল করার মত তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। অবশ্য প্রথমার্ধের ২০ মিনিটে একটি সুযোগ পেয়েছিল শতদল ক্লাব। কিন্তু সতীর্থের বাড়ানো ক্রসে মাথা লাগাতে পারেনি শতদল ক্লাবের কোন খেলোয়াড়। ২৬ মিনিটে ডিবক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন এলিটা কিংসলে। কিন্তু তার সে শট চলে যায় শতদলের গোল রক্ষকের হাতে। ফলে প্রথমার্ধের বাকি সময়ে আর কোন দলই গোলের দেখা পায়নি বা গোল করার মত তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি। আর তাতে গোল শূন্যভাবে প্রথমার্ধ শেষ করে দু দল। দ্বিতীয়ার্ধেও একই পরিণতি। দু দলই তেমন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। অবশ্য এই অর্ধের ২৬ মিনিটে নিজেদের ডি বঙে মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির জোরালো দাবি করে শতদলের খেলোয়াড়রা। কিন্তু রেফারী তা এড়িয়ে যান। আর তাতে খানিকটা ক্ষোভের সৃষ্টি হয় শতদল শিবিরে। তবে পরের সময়ে আর কোন দলই গোল করতে পারেনি। খেলার একেবারে শেষ দিকে একটি সুযোগ এসেছিল মুক্তিযোদ্ধার সামনে। কিন্তু সে সুযোগটাকে কাজে লাগাতে পারেনি তারা। ফলে গোল আদায় করা সম্ভব হয়নি দলটির। আর পরিণতি পয়েন্ট হারিয়ে লিগ শুরু করতে হলো দলটিকে। কাগজে কলমে অপেক্ষাকৃত কম শক্তির দল হলেও শতদল ক্লাবের ফুটবলাররা মাঠে দুর্দান্ত খেলেছে। বলা যায় তারা শক্তিশালী মুক্তিযোদ্ধাকে রুখে দিয়েছে। বরাবরের মত বড় দলগুলো থেকে পয়েন্ট কেড়ে নিতে অভ্যস্ত শতদল ক্লাব আরো একবার পয়েন্ট কেড়ে নিল মুক্তিযোদ্ধা থেকে। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শতদল ক্লাবের হৃদয় হাওলাদার। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহি সদস্য দিদারুল আলম।
আজকের খেলা : মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ বনাম কোয়ালিটি স্পোর্টস ক্লাব (বিকেল সাড়ে তিনটা)।