প্রিমিয়ার ফুটবলের দল বদলের নিরুত্তাপ প্রথম দিন

চসিক একাদশ দলে ভিড়িয়েছে দুজনকে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত আসন্ন প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগের দলবদল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল। দল বদল কার্যক্রমের প্রথম দিনটা কেটেছে একেবারেই নিরুত্তাপ। মাত্র দুজন ফুটবলার তাদের ঠিকানা বদল করেছে। আর সে দুই ফুটবলারকে দলে নিয়েছে সিটি কর্পোরেশন একাদশ। প্রথম দিন দল বদল করা এই দুই ফুটবলার হলেন কাস্টমস স্পোর্টস ক্লাবের সাদমান সাকিব এবং কে এম স্পোর্টিং ক্লাবের আলমগীর। এর আগে প্রধান অতিথি হিসেবে এই দল বদল কার্যক্রমের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ..ম ওয়াহিদ দুলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সহ সভাপতি ও দলবদল কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো: মুজিবর রহমান, সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য মাহমুদুুর রহমান মাহবুব, হারুন আল রশীদ, কাজী জসিম উদ্দিন, জাফর ইকবাল, আবু সৈয়দ মাহামুদ, মো: সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, মোহাম্মদ রাশেদ, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্ল্যাহ চৌধুরী, জাহেদ হোসেন, রায়হান উদ্দিন রুবেল, শওকত হোছাইন, ওয়াসিম কামাল রাজা, আবু বকর সিদ্দিক, সোহেল আহম্মদ, জসিমুল হুদা, সামিউল হাসান রুম্মন, হারুন অর রশীদ, আদিল আহমেদ কবির, শাহজাহান আহমেদ সামি, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, এম এ মুছা বাবলু, মো: জহির উদ্দিন, মো: ফরহাদ প্রমুখ। আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের দল বদল। আর ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে প্রথম বিভাগ লিগের দল বদল। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুন্ডে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসাঁতারে অনেক কিছু দেওয়ার সম্ভাবনা দেখছেন মাহবুব-রুবেল