সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার হ্যান্ডবল লিগে গতকাল মঙ্গলবার ৫টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ৩৪–০৪ গোলে ক্রিসেন্ট ক্লাবকে, কাস্টমস্ স্পোর্টস ক্লাব ১০–০৬ গোলে চট্টগ্রাম আবাহনী লি: (জুনিয়র)কে, বক্সিরহাট ইয়ংম্যানস্ ক্লাব ৪৫–০০ গোলে সেবানিকেতনকে, বাকলিয়া একাদশ ২৩–০৭ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে এবং ফ্রেন্ডস ক্লাব ৩০–১৮ গোলে মুক্ত বিহঙ্গকে পরাজিত করে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের পক্ষে বিল্লাল ও সংগ্রাম ৬টি করে,
বক্সিরহাট ইয়ংম্যানস্ ক্লাবের পক্ষে ফয়সাল ১৩টি, বাকলিয়া একাদশের পক্ষে জারিফ জাওয়াদ ৯টি এবং ফ্রেন্ডস ক্লাবের পক্ষে রুবেল ৮টি গোল করেন। প্রিমিয়ার হ্যান্ডবল লিগে আজও ৫টি খেলা অনুষ্ঠিত হবে।












