প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রানার্স আপ হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বরাবরের মত এবারে শিরোপা জয়ের লক্ষ্যে দল গড়লেও ব্যর্থ হয়েছে তারা। তবে রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। রাইজিং স্টার ক্লাবের কাছে অপ্রত্যাশিত একটি হার এবং সবশেষ চ্যাম্পিয়ন আবাহনীর কাছে হার ব্রাদার্সকে শিরোপার রাস্তা থেকে ছিটকে দেয়। তবে গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দশম ম্যাচে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সহজে ৬ উইকেটে পরাজিত করে লিগের রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। লিগের দশ ম্যাচে ৮টিতে জিতেছে ব্রাদার্স। ফলে তাদের পয়েন্ট ২৪। শেষ ম্যাচে ব্রাদার্স হারলে এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র জিতলেও কোন লাভ হবেনা। কারন তখন হেড টু হেডে এগিয়ে থাকবে ব্রাদার্স ফলে রানার্স ট্রফি হবে তাদেরই। কাজেই গতকালের ব্রাদার্স–মোহামেডান ম্যাচ দিয়ে ক্রিকেট লিগের এক অংশের উত্তেজনা শেষ। এখন বাকি রয়েছে রেলিগেশন পর্বের উত্তেজনা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে মোহামেডান। দুই ওপেনার জিসান এবং মুন মল্লিক শুরুটা ভালই করেছিলেন। দুজন ৫৭ রান যোগ করেন। কিন্তু এজুটি ভাঙ্গার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে মোহামেডানের ব্যাটিং লাইন। ১৯ রান করা মুন মল্লিক ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর ৩৫ রান করে ফিরেন জিসান। ব্রাদার্সের নিয়মিত বোলাররা উইকেট নিতে না পারলেও দলের উদ্বোধনী ব্যাটার সাদিকুর বল হাতে আগুন ঝরান গতকাল। মুলত তিনিই মোহামেডানকে কোমর সোজা করে দাড়াতে দেননি। প্রথম তিনটি উইকেট তুলে নিয়েছেন সাদিকুর। এরপর শাখাওয়াত এবং শামসুদ্দিন বাপ্পার ঘূর্ণির মুখে পড়ে ১২৩ রানে অল আউট হয় মোহামেডান। দুই ওপেনারের পর মোহামেডানের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছেন আরমান উল্লাহ। তার ভ্যাট থেকে আসে সর্বোচ্চ ৩১ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৩২ রানে ৪টি উইকেট নিয়েছেন সাদিকুর রহমান। ২টি করে উইকেট নিয়েছেন শামসুদ্দিন বাপ্পা, শাখাওাত হোসেন এবং আরমান হোসেন। ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। ৪ রান করে ফিরেন সাদিকুর। তবে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন আরেক ওপেনার কপিল উদ্দিন। দ্বিতীয় উইকেটে বাপ্পাকে নিয়ে ৪৬ রান যোগ করেন কপিল।
৪২ বলে ৫৩ রান করে ফিরেন কপিল। এরপর দ্রুত ফিরেন বাপ্পা এবং কামরুল। এরপর জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান এবং আমিনুল ইসলাম বিপ্লব মিলে আর কোন বিপর্যয় হতে দেয়নি ব্রাদার্সের। ২২.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করার পাশপাশি লিগের রানার্স আপ ট্রফিটাও নিশ্চিত করেন এ দুজন। রাকিবুল ২৬ রানে এবং বিপ্লব ২০ রানে অপরাজিত থাকেন। মোহামেডানের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ইফরান, জসিম, সাব্বির এবং তানভীর। আজকের খেলায় মুখোমুখি হবে রাইজিং স্টার ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব। খেলাটি শুরু হবে সকাল ৯ টায়।