প্রিমিয়ার কাবাডি লিগের সুপার থ্রি পর্ব আজ শুরু

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগে গ্রুপ পর্বের খেলা শেষে সুপার থ্রি পর্বে উন্নীত হয়েছে তিনটি দল। দলগুলো হলো : লিটল ব্রাদার্স, ব্রাদার্স ইউনিয়ন ও ফ্রেন্ডস ক্লাব। আজ ২৫ আগস্ট প্রিমিয়ার লিগের লিটল ব্রাদার্স বনাম ফ্রেন্ডস ক্লাবের মধ্যকার সুপার থ্রি পর্বের খেলাটি বিকাল ৪টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার বিভাগের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এতে ব্রাদার্স ইউনিয়ন ৫৯১১ পয়েন্টে আগ্রাবাদ কমরেড ক্লাবকে, লিটল ব্রাদার্স ৩৯১৪ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে, কর্ণফুলী ক্লাব ৫৬১৭ পয়েন্টে স্টার ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনী লি. এর মধ্যকার খেলাটি ২০২০ পয়েন্টে ড্র হয়। এদিকে ১ম বিভাগেও গতকাল বৃহস্পতিবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় চন্দনপুরা একাদশ ৩৮৩০ পয়েন্টে এলিট পেইন্ট আর সি. কে, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাব ২৭২২ পয়েন্টে চবক ক্রীড়া সমিতিকে, মাদারবাড়ি উদয়ন সংঘ ৩৫২২ পয়েন্টে আবেদীন ক্লাবকে পরাজিত করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং নিমতলা লায়ন্সের মধ্যকার খেলাটি ৪৭৪৭ পয়েন্টে ড্র হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধইছাখালি টাইগার ক্লাব সেমিতে