সিজেকেএস ১ম বিভাগ কাবাডি লিগে গতকাল মঙ্গলবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় ইয়ং স্টার ব্লুজ ৬৭–৫২ পয়েন্টে নিমতলা লায়ন্স ক্লাবকে, নবীন মেলা ৩১–২০ পয়েন্টে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ৩৪–১০ পয়েন্টে কে এম স্পোর্টিং ক্লাবকে, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪৭–৩৫ পয়েন্টে নবীন মেলাকে পরাজিত করে। আজ ১ম বিভাগের ফাইনাল খেলা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে এবং বিকাল ৪ টায় সুপার থ্রি’র শেষ খেলায় লিটল ব্রাদার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের মোকাবেলা করবে।