সিজেকেএস প্রিমিয়ার লিগে গতকাল সোমবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব ৫১–২৭ পয়েন্টে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, ফ্রেন্ডস ক্লাব ৫৩–০৬ পয়েন্টে ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাবকে, ব্রাদার্স ইউনিয়ন ৫৫–২১ পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে এবং আগ্রাবাদ কমরেড ক্লাব ৪৫–২২ পয়েন্টে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে পরাজিত করে। ১ম বিভাগ কাবাডি লিগেও ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় কে এম স্পোর্টিং ক্লাব ১৫–০৬ পয়েন্টে হালিশহর লাকী ক্লাবকে, রাফা ক্রিকেট ক্লাব ৩৬–১৮ পয়েন্টে কল্লোল সংঘকে, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪২–০২ পয়েন্টে সেবানিকেতনকে এবং কোয়ালিটি ব্লুজ ৩৬–১০ পয়েন্টে চিটাগাং রয়েলকে পরাজিত করে।











