প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও কনফিডেন্স সিমেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। কনফিডেন্স সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এমডি জহির উদ্দিন আহমেদ ও কোম্পানি সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী ও সহযোগী অধ্যাপক আহসান উদ্দিন উপস্থিত ছিলেন।
উক্ত সমঝোতা স্মারকের ফলে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও কনফিডেন্স সিমেন্ট ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে একত্রে কাজ করবে। তাছাড়া দুটো প্রতিষ্ঠান কারিকুলাম উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান ও গবেষণা প্রকল্পেও একসাথে কাজ করবে। এতে করে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।