প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ‘সারফেস অরনামেন্টেশন এন্ড ডিজাইন’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মশালার ইন্সট্রাক্টর ফ্যাশন এন্ড ক্রাফট ডিজাইনার ফাইকুজ্জামান বাদশা। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির তাঁর বক্তব্যে বলেন, এই বিভাগের বয়স মাত্র তিনবছর। প্রথম যে–ব্যাচটি বের হবে, তাদের বিদায়ের সময় একটি বড় আয়োজন করতে চাই। এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশে তাদের ডিগ্রি অর্জনের খবর ভালোভাবে জানান দিতে চাই। তারা হবেন এই বিভাগের প্রথম অ্যাম্বাসেডর। তাদের মাধ্যমে এই বিভাগ, এই ইউনিভার্সিটি পরিচিতি লাভ করবে। তারা কর্মক্ষেত্রে দক্ষতার মাধ্যমে আলো ছড়াবে। এই আলোয় আলোকিত হবে এই বিভাগ ও তাদের উত্তরসূরিরা।
প্রধান অতিথি ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটিকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, তিনদিনের এই কর্মশালা সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের ক্ষেত্রে নতুন করে প্রেরণা পাবে এবং নতুন কাজের চিন্তা করতে পারবে। এ ধরনের কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফ্যাশন এন্ড ক্রাফট ডিজাইনার জনাব ফাইকুজ্জামান বাদশা তার বক্তব্যে বলেন, এই কর্মশালায় প্রচুর কন্টেন্ট ছিল। শিক্ষার্থীরা সেগুলো শিখতে পেরেছে বলেই আমার বিশ্বাস। ভবিষ্যতে এরকম প্রোগ্রাম হলে তারা আরও অনেককিছু শিখতে পারবে।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ বলেন, এই কর্মশালা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বস্তুত একাডেমিক শিক্ষার বাইরেও কর্মশালার মাধ্যমে অনেককিছু শেখা যায়। প্রেস বিজ্ঞপ্তি।
তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী বাঁধন দে–র সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। এদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা রহমান, প্রভাষক এস এম তৌসিফ এবং শিক্ষার্থীবৃন্দ।