প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন হয়েছে। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১২১৪ মে তিনদিনব্যাপী উক্ত সাইট ভিজিট প্রক্রিয়া চলে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ছয়টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য ২০২৪ সালে আবেদন করা হয়েছিল। ইউনিভার্সিটির পঞ্চম প্রোগ্রাম হিসেবে বিএসসি ইন ইইই প্রোগ্রামের উক্ত ভিজিট সম্পন্ন হয়েছে। উক্ত ভিজিটের মাধ্যমে অ্যাক্রেডিটেশন ম্যানুয়েল অনুসারে দশটি স্ট্যান্ডার্ড এবং ৬৩টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে অ্যাকাডেমিক, প্রশাসনিক, আর্থিক, সহপাঠ্যক্রমিক কার্যক্রম প্রভৃতিসহ ইউনিভার্সিটি এবং ইইই বিভাগের, বিশেষ করে বিএসসি ইন ইইই প্রোগ্রামের উপর অনুপুঙ্খ পর্যবেক্ষণ পরিচালিত হয়। তিনদিনের ভিজিটের শেষ পর্যায়ে ইকিউএ টিম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে ভিজিট সম্পন্ন হওয়া সম্পর্কে সম্যক অবগত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডে উদযাপন
পরবর্তী নিবন্ধধ্রুপদী নায়িকাদের কয়েকজন: পুরুষতন্ত্র দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ