আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশের ১৩টি খ্যাতনামা ইউনিভার্সিটির অংশগ্রহণে আয়োজিত এক উদ্যোগের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ সমপ্রতি আইএলওর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। চট্টগ্রাম থেকে একমাত্র ইউনিভার্সিটি হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি এই উদ্যোগে যুক্ত হওয়ায় এটি একটি গর্বের মাইলফলক।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হয়। আইন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় সভাপতি তানজিনা আলম চৌধুরী এমওইউ–তে ই–সিগনেচার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ রাজীব চৌধুরী এবং এমওইউ কার্যক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটির ফোকাল পয়েন্ট হিল্লোল সাহা।
এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো দেশের শ্রম আইন শিক্ষার পাঠ্যক্রমে আন্তর্জাতিক শ্রম মান (ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস–আইএলএস) সংযুক্ত করা এবং একটি সচেতন, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শ্রম আইন বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা।
এই উদ্যোগটি অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ (এডিডব্লিউআইবি) প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক ও নেদারল্যান্ডস–এর যৌথ অর্থায়নে টিম ইউরোপ ইনিশিয়েটিভ–এর অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির এই প্রসঙ্গে বলেন, এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন শ্রম আইন শিক্ষায় প্রবেশাধিকার পাবে এবং দেশের শ্রমক্ষেত্রকে আরও ন্যায়সঙ্গত ও টেকসই করার লক্ষে অবদান রাখতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।