প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন হয়েছে। গত ৬ থেকে ৮ মে ৩ দিনব্যাপী উক্ত সাইট ভিজিট প্রক্রিয়া চলে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ছয়টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য ২০২৪ সালে আবেদন করা হয়েছিল। ইউনিভার্সিটির চতুর্থ প্রোগ্রাম হিসেবে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের উক্ত ভিজিট সম্পন্ন হয়েছে। উক্ত ভিজিটের মাধ্যমে অ্যাক্রেডিটেশন ম্যানুয়েল অনুসারে দশটি স্ট্যান্ডার্ড এবং ৬৩টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে অ্যাকাডেমিক, প্রশাসনিক, আর্থিক, সহপাঠ্যক্রমিক কার্যক্রম প্রভৃতিসহ ইউনিভার্সিটি এবং সিএসই বিভাগের, বিশেষ করে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের উপর অনুপুঙ্খ পর্যবেক্ষণ পরিচালিত হয়। ৩ দিনের ভিজিটের শেষ পর্যায়ে ইকিউএ টিম উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে ভিজিট সম্পন্ন হওয়া সম্পর্কে সম্যক অবগত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগহিরায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০ বসতঘর
পরবর্তী নিবন্ধইকুইটি আরিয়ানা প্রকল্পের হস্তান্তর