প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লিঙ্কডইন ব্যবহার বিষয়ক সেমিনার

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ডিরেকটরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের উদ্যোগে ও আইকিউএসিপ্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় ‘স্টার্ট ইউর ক্যারিয়ার জার্নি উইথ লিঙ্কডইন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

গত বুধবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত এই সেমিনারে কিনোট স্পিকার ছিলেন বিক্রম কান্তি নাথ, হেড অব দ্য আইটি ডিপার্টমেন্ট, ইউএসটিসি, আইএএইচএস এন্ড আইএএইচএসএস। তিনি বলেন, লিঙ্কডইন হলো পেশাদারদের জন্য একটি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট। নিজের করপোরেট প্রোফাইল তৈরি, কোম্পানি ও ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সঙ্গে নেটওয়ার্কিং ও চাকরির আবেদন করার জন্য এই ওয়েবসাইটের ব্যবহার রয়েছে। তিনি লিঙ্কডইনে কীভাবে অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি করতে হয়, প্রোফাইলে কীভাবে ছবি ব্যবহার করতে হয়, কীভাবে হেডলাইন লিখতে হয় ও পূর্বের বা বর্তমান চাকরির কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে হয়, কীভাবে পড়াশোনা, স্কিল ও অর্জন তুলে ধরতে হয় সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সেমিনারে আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর এম. মঈনুল হক বলেন, লিঙ্কডইন এক স্যোশাল মিডিয়া। কিন্তু সেটা প্রফেশনালদের জন্য। তুমি যদি একটি ভালো প্রোফাইল লিঙ্কডইনে তৈরি করতে পারো, তবে তোমাকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো হায়ার করতে পারে।

ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক আবদুর রহিম বলেন, শুধু একাডেমিক কোয়ালিটি ও একাডেমিক এক্সপেরিয়েন্স দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়। প্রয়োজন ক্যারিয়ার গাইডেন্স।

ইংরেজি বিভাগের প্রভাষক মেহেদী রহমানের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও সহকারী প্রক্টর রাহুল চৌধুরী। প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমর-জাহান ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রযুক্তির কুফলকে বদলে দিতে মিডিয়া কর্মীদের ভূমিকা পালন করতে হবে