প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হাউ টু হ্যান্ডল বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘হাউ টু হ্যান্ডল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল অন টেন স্ট্যান্ডার্ডস অব অ্যাসেসমেন্ট’ শীর্ষক এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্দেশ্য ছিল ইউনিভার্সিটির ছয়টি বিভাগকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অধীনে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত করা এবং তাদের এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা। কর্মশালা পরিচালনা করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী দক্ষভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন কৌশল আলোচনা করেন। বিভাগগুলোর সকল প্রক্রিয়া, শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত সেবা, শিক্ষকের প্রশিক্ষণ এবং বিভাগীয় কার্যক্রমের পুঙ্খানুপুঙ্খ দলিল, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ডকুমেন্টেশন প্রস্তুত করার দিকনির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিটি মানদণ্ডের উপর ভিত্তি করে প্রমাণ সংগ্রহ করতে হবে, যেমন শিক্ষণ পদ্ধতি, গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রিঅ্যাকাডেমিয়া অংশীদারি, শিক্ষার্থীদের ফলাফল এবং অন্যান্য সমতুল্য তথ্য। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)-এর মানদণ্ড অনুসারে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন স্তরের সাথে সম্পর্কিত প্রমাণাদি সমন্বয় করতে হবে, যাতে আন্তর্জাতিক মানের সঙ্গতি নিশ্চিত হয়। তিনি এই প্রস্তুতিকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার একটি মূল অঙ্গ হিসেবে অভিহিত করেন এবং যথাযথ প্রশিক্ষণ এবং সঠিক নির্দেশনা নিয়ে কাজ করার পরামর্শ দেন। শিক্ষকদের উদ্ভাবনী উদ্যোগ এবং তাদের শ্রেণীকক্ষে নতুন পাঠদান পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহারের জন্য পুরস্কার এবং প্রণোদনা প্রদান প্রক্রিয়া নির্ধারণের উপরও তিনি আলোচনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসিপ্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর মোহাম্মদ মঈনুল হক এবং অতিরিক্ত পরিচালক (কিউএ) মোহাম্মদ ইফতেখার মনির। এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, সিএসই, ইংরেজি, আইন, অর্থনীতি ও ইইইর সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটিসমূহের সদস্যরা। কর্মশালাটি শিক্ষকদের মধ্যে সহযোগিতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে জানান অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ। তারা আশাবাদী যে আইকিউএসি ও সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির যৌথ প্রচেষ্টা প্রিমিয়ার ইউনিভার্সিটিকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন অর্জনে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসরাইলি গণহত্যা রুখতে মুসলিম জাতিসংঘ ও ইসলামিক আর্মি গঠন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধমুসলমানদের বৈশ্বিক ঐক্য ও প্রতিরোধ ইসরায়েলি বর্বরতা থামাতে পারে