প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ‘ট্রান্সফর্মিং আইডিয়াস ইন্টু পাবলিকেশনস : এ রিসার্চ রাইটিং ওয়ার্কশপ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা এই কর্মশালার উদ্দেশ্য ছিল গবেষণামূলক লেখালেখির প্রতিটি ধাপে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা প্রদান। আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ ও আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের আয়োজনে এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষাবিদরা।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. সাহীদ মো. আসিফ ইকবাল ‘গবেষণা সমস্যার সংজ্ঞা প্রদান’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক ‘গবেষণার প্রেক্ষাপট ও তাত্ত্বিক কাঠামো গঠন’ বিষয়ে আলোচনা করেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী অধ্যাপক ড. রাহমা বিনতে মুফিজ মুক্তা ‘গবেষণার পদ্ধতিগত নকশা’ বিষয়ে একটি সেশন পরিচালনা করেন।
সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধ্রুবজ্যোতি দাস ‘তথ্য বিশ্লেষণ ও ফলাফল যাচাইকরণ’ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন। চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ‘সারসংক্ষেপ লেখা, ফলাফল প্রকাশ ও ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা’ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন, যা গবেষণা সম্পন্ন করার পর তা সঠিকভাবে উপস্থাপন ও ভবিষ্যতের জন্য সম্ভাব্য দিক চিহ্নিত করতে সহায়ক হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না এবং মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়াও মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন মনীষা দে ও অভিষেক দাস, যারা আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সদস্যদের জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।