প্রিমিয়ার আইন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলবি (অনার্স) প্রোগ্রামের ৫৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল রোববার বেলা ১২টায় ইউনিভার্সিটির হাজারি লেইনস্থ ভবনে অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রক্টর আহমদ রাজিব চৌধুরী, বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, হুমায়রা নওশীন ঊর্মি, ফাহমিদা কাদের, সঞ্জয় বিশ্বাস, ইয়াসমিন ফারজানা, মাহবুবা সুলতানা, হিল্লোল সাহা প্রমুখ।

বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে তিনশ’র অধিক ভর্তিচ্ছুর মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ নবীন ৭৫ জন শিক্ষার্থী এবার ভর্তি হয় প্রিমিয়ারে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে মোহাম্মদ জুবায়ের এবং জারিন আহসান অনুভূতি ব্যক্ত করেন। আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং ৫৫তম ব্যাচের এডভাইজার ফরিদ উদ্দিন আহমেদ পুরো ওরিয়েন্টেশন প্রোগ্রাম সঞ্চালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটিতে শিক্ষক দিবস পালিত
পরবর্তী নিবন্ধসমাজসেবার মাধ্যমে জনগণের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াতে হবে