চট্টগ্রাম–৯ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী অ্যাড. শফি উদ্দিন কবির আবিদ গতকাল বুধবার জামাল খান ৩২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি রাজাপুকুর লেইন, চেরাগী পাহাড় ও ২১ নং ওয়ার্ডের ঝাউতলা,হেমসেন লেইন,আসকারদীঘির পাড় এলাকায় কাঁচি প্রতীকের পক্ষে প্রচারণা চালান। এ উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম–৯ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী এড. শফি উদ্দিন কবির আবিদ, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, রিপা মজুমদার, নেভী দে,হামিম আল জাওয়াদ,ওয়াসিফউদ্দিন কবির প্রমুখ। তিনি বলেন, গত পনের বছর ধরে আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে তা থেকে মুক্তির জন্য জনগণ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই মুক্তি পেতে ভোট নয়, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জয় কিংবা পরাজয়, গণসংযোগ থেকে শুরু করে নির্বাচনী মিছিল, মিটিং–সবকিছুই ভবিষ্যতের গণআন্দোলনে ভূমিকা রাখবে। আমাকে কোতোয়ালি –বাকলিয়া আসনে ভোট দিয়ে গণ–আন্দোলনের শক্তি গড়ে তুলতে ভূমিকা রাখুন। প্রেস বিজ্ঞপ্তি।












