চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন–২০২৫ নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী রোববার দুপুর ২টা থেকে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সভা হবে।
নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, যিনি চাকসু নির্বাচনের কমিশনার ও সদস্য–সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি প্রার্থী ও শিক্ষার্থীদের সময়মতো উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মতবিনিময় সভায় প্রার্থীদের পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।