প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ আজ থেকে

চট্টগ্রামের সর্বত্র নির্বাচনী আমেজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্যদিয়ে চট্টগ্রামের সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার পর শহর থেকে গ্রামীণ জনপদ সর্বত্র নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী এবং তাদের কর্মীসর্মথকদের মাঝে উদ্দীপনা তৈরি হয়েছে।

এদিকে অবাধসুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের তিন রিটার্নিং কর্মকর্তা গতকাল নিজ নিজ নির্বাচনী এলাকার গণবিজ্ঞপ্তি জারি করেছেন। নির্বাচনী এলাকা সমূহে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের দায়িত্ব পালনের জন্য চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে নগরীর ৬ সংসদীয় আসনে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলার ১০ আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচনী এলাকা সমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অফিস আদেশ জারি করেন।

আজ থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু : ঘোষিত তফসিল অনুযায়ী আজ শনিবার থেকে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হবে বলে জানান নির্বাচন কর্মকর্তারা।

প্রার্থীরা শনিবার থেকে (আজ থেকে) মনোনয়ন ফরম নিতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ওইদিন রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আসনভিত্তিক রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ৫ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং ১০ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে।

গতকাল এই তিনজন রিটার্নিং কর্মকর্তা নিজ নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন গ্রহণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এই ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অবাধসুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকা সমূহে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের দায়িত্ব পালনের জন্য চট্টগ্রামে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার থেকে (আজ থেকে) প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

চট্টগ্রাম৮ আসনে সহকারী রিটার্নিং অফিসার ও পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণের লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণে এলাকা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটের পরিবেশ বানচালের নীলনকশা, বলছে বিএনপি
পরবর্তী নিবন্ধডাক্তারদের রুমগুলো যেন কোনো পার্টির অফিস না হয় : স্বাস্থ্য উপদেষ্টা