রাঙামাটির কাপ্তাইয়ে ২য় পর্যায়ে উপজেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন।
চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন তারা হলেন আনোয়ারুল ইসলাম চৌধুরীকে আনারস প্রতীক, সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা ঘোড়া প্রতীক, মোঃ নাছির উদ্দিন কে দোয়াত কলম প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতীক পেয়েছেন তারা হলেন আব্দুল হাই খোকন টিউবওয়েল প্রতীক, সুইপ্রু মারমা টিয়া পাখি প্রতীক, মোঃ কামাল উদ্দিন পেয়েছেন উড়োজাহাজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক বরাদ্দকৃত পেয়েছেন এরা হলেন বিউটি হোসেন কলসি প্রতীক, ফারহানা আহমেদ ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এ সময় কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন সহ প্রার্থী এবং তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২য় ধাপে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১মে। এর আগে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২১ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল ২৭ থেকে ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়।
কাপ্তাই উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, চুড়ান্ত ভোটার তালিকায় কাপ্তাইয়ে মোট ভোটার, ৪৮ হাজার ৮শ ৭৫ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ৯৪ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ১ শত ৮১ জন।