দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাশীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে আসন অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেবেন। যারা মনোনয়ন ফরম জমা দেবেন সেগুলো যাচাই–বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। যেসব প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন তাদের মধ্যে কেউ ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি কিনা এবং বিভিন্ন সেবা সংস্থার যেমন ওয়াসা, পিডিবি, বিটিআরসি (টেলিফোন) এবং গ্যাস বিল বাকি কিনা তার তথ্য চেয়ে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। ব্যাংক–বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবা সংস্থার কাছে চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ চিঠি যাচ্ছে।
চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেবেন তাদের মনোনয়নপত্র বাছাইকালে যাতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ও সেবা সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকেন এজন্য এসব প্রতিষ্ঠানের প্রধানের কাছে চিঠি দেওয়া হচ্ছে।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের আগে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক অফিস, সকল বেসরকারি ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক অফিস, হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস, পিডিবি ও টিঅ্যান্ডটিসহ সকল আর্থিক প্রতিষ্ঠান ও সেবা সংস্থাগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইকালে উপস্থিত থেকে তার স্বপক্ষে কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি এবং বিল খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। তফসিল ঘোষণার আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ এবং সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে হয়।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক আজাদীকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। এরপর আপিল ও আপিল নিষ্পত্তি হবে। জাতীয় নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলে এদের মধ্যে কেউ ঋণখেলাপি কিনা সেটার তথ্য চেয়ে ব্যাংক–বীমা ও সেবা সংস্থাগুলোর কাছে চিঠি দেওয়া হয়। আমরা চিঠি রেডি করেছি। কালকে (আজ সোমবার) প্রতিটি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।