অন্তরের গোপন ঘরে গুটিসুটি মেরে বসে আছে উচ্ছ্বাস,
কয়েক চুমুক সুখের আস্বাদনে নড়েচড়ে বসে বেদনারা,
আধাঁরের কাছে চুপিচুপি তারাদের যে
গল্প চলে তাতে ভণিতা থাকে না একরত্তিও ,
জিইয়ে থাকা আবেগের জলে ভাসমান পদ্ম পাতার
অবিচল স্থিরতা রোজ শেখায় স্থিতির সংজ্ঞা,
তবুও আঁকড়ে ধরার আবেদন ঠেকাই কে?
বহুকালের জমানো উন্মত্ততা শিশিরের জলে
তৃষ্ণা মেটানোর তাড়নায় লুটিয়ে পড়ে
মৃত্তিকার শরীরে,
আহ্ , লেপ্টে থাকার বাসনায় পুড়ে খাক হয় হৃদ্যতার খেয়াল,
তারপর অপার নিস্তব্ধতা……….
পড়ে থাকে হিসেবী সমীকরণ বেমানান ভাবে উপলব্ধির ঘরে,
তখন ঝরা পাতার কাছে ফিরতে হয়
বিলীনতার গল্পের উদাসী নায়িকা হয়ে,
নিখুঁত সজ্জায় অন্তরালে বইতে থাকে নদী,
তাতে ভাসতে থাকে উচ্ছ্বাস আর সুখ,
চুপিচুপি প্রার্থনায় মেতে উঠে অন্তর
এবার একটা চর জাগুক প্রভু,
মন জুড়ে বসতির বড়ো আক্ষেপ আমার।