বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেন, গরীব, অসহায়, দুস্থ ও ছিন্নমূল এবং প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। সামাজের গরীব, মানুষ যারা খোলা আকাশের নিচে বসবাস করে তাদের জন্য জামায়াত সীমিত সামর্থ্য নিয়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে এই ইফতার মাহফিল। মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর মাঠে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ডা. সিদ্দিকুর রহমান, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, নায়েবে আমীর মুহাম্মদ আবদুজ্জাহের ও সেক্রেটারি মোস্তাক আহমদ, আ ন ম জুবায়ের, মাওলানা মুহাম্মদ ফেরদৌস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।