ফতেয়াবাদের নন্দীরহাটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে লোকনাথ বাবার ১৩২তম তিরোধান দিবস উৎসব ৩ জুন বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে সম্পন্ন হয়। উষাকীর্তন, বাবার পূজা, ভোগরাগ, গীতাপাঠ, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা ও সংগীতাঞ্জলী সহ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত।
লোকনাথ বাবার মুখনিসৃত অমৃতবাণী সমূহ দৃঢ়ভাবে ধারণ করে অত্র সেবাশ্রমে পূজা-অর্চনার পাশাপাশি গৃহীত ও চলমান বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মকান্ড প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সেবাশ্রমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় প্রিয়তোষ কান্তি নাথের স্বাগত বক্তব্য ও আশীষ দস্তিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। আলোচক ছিলেন তপন কান্তি দত্ত, অশেষ কুমার উকিল প্রমুখ। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মনোজ কান্তি দে, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, অশেষ কুমার পুরোহিত, সুব্রত বিকাশ চৌধুরী। উপস্থিত ছিলেন লায়ন পরেশ চৌধুরী, রতন কুমার দাশ, দীলিপ চক্রবর্তী, বাবুল নন্দী, মোহনলাল দাশ, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, প্রদীপ চক্রবর্তী, সুজন ভৌমিক, উজ্জ্বল আইচ, মাখনলাল দাশ, আশীষ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।