প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা জারি

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত)-২০২২’ জারি করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ নির্দেশিকা জারি করে। খবর বাংলানিউজের।

প্রায় দুই বছর বন্ধ থাকার পর নতুন নিয়মে অনলাইনে সরকার প্রাথমিক বিদ্যালয়ে বদলি শুরু হয় গত ২৭ জুলাই। পাইলট প্রকল্প হিসেবে বদলি শুরু হলেও সারাদেশে বদলি শুরু হয় গত সেপ্টেম্বরে।

গত ১৪ ডিসেম্বর মোট ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী শিক্ষক নিয়োগের কারণে সংযুক্তিতে শিক্ষক বদলি স্থগিত করা হয়। নতুন নির্দেশিকার আলোকে প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি কার্যক্রম চালু হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাশিয়া যুদ্ধের অবসান চায় : পুতিন