চাকুরী জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সরকারি কর্মচারী সমিতি জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ১৭ নভেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, দিদারুল ইসলাম,মো. নুরুজ্জামান, অভিজিত দাশ, মো. ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।