প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবদলী কার্যক্রমে কোনো বাধা নেই

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:০৬ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আরও বলা হয় নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন। খবর বাসসের।

সভায় কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম ও মো. মোশারফ হোসেন অংশগ্রহণ করেন। সভায় দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিতকল্পে নব জাতীয়করণকৃত এবং বিদ্যমান শিক্ষকদের মাঝে আন্তঃবদলী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয় আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন। সভায় দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম নির্দিষ্টসময়ে সম্পন্ন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ অবকাঠামো এবং যথাযথভাবে পাঠদানের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগরু চুরি মামলায় জামিন পাননি ছাত্রলীগ নেত্রী
পরবর্তী নিবন্ধপাম অয়েলের স্বপ্ন ও একজন নাজের হোসাইন