প্রাথমিক বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি পেছাল

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে গতকাল বুধবার আদেশ জারি করা হয়েছে। খবর বাংলানিউজের।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করা হলো।

পূর্ববর্তী নিবন্ধবৈঠক নিয়ে বিএনপির বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধ‘সেন্টমার্টিন রিসোর্ট’ অবিলম্বে বন্ধে হাইকোর্টের নির্দেশ