প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধন এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে জেলা পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৪’ এবং ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৪’ শুরু হয়েছে। এ খেলা ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. শরীফ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমানসহ শিক্ষকশিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ৩০ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টে জেলার ২১টি উপজেলা ও থানার বালক ও বালিকার মোট ৪২টি দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধজেলা পর্যায়ে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসিলেটকে হারিয়ে প্লে-অফে তামিমের বরিশাল