‘মরণব্যাধি ক্যানসার প্রতিরোধে প্রথমে চাই সচেতনতা। প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় করতে পারলে যন্ত্রণা লাঘব ও রোগ নিরাময় বহুলাংশে সম্ভব। গ্রামীণ পর্যায়ে অর্থনৈতিক অসচ্ছলতা ও অসচেতনতার কারণে, বিশেষ করে মহিলারা এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার ফলে তাদের দুর্বিষহ কষ্ট ভোগ করতে হয়।’
‘সচেতনতাই সুরক্ষা’ স্লোগানে সেবা ও মানবিক সংগঠন মাতৃকালয় বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলা কমিটির সহযোগিতায় সম্প্রতি বোয়ালখালীর জ্যৈষ্টপুরা প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়াশীষ দাশের সভাপতিত্বে ও বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী কমিটির প্রচার সম্পাদক স্থানীয় কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ বিশ্বদীপ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম সমন্বয়ক অনির্বাণ ভট্টাচার্য। অতিথি ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন, সাবেক মেম্বার মোহাম্মদ ইব্রাহিম, বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপাল বড়ুয়া, শিক্ষক ইমাম উদ্দিন ইয়াসিন, বিধুভূষণ বড়ুয়া ও সুদর্শী বড়ুয়া, মাতৃকালয় পরিবারের পক্ষে দেবাশীষ দাশ, সংগঠক মো. খোরশেদ আলম, মো. ছানাউল্লাহ, মহিলা ইউপি সদস্য সঞ্জু বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সুজন বড়ুয়া ও মনিরুল হক।
সভাপতি বলেন, ক্যানসারের কাছে স্বজন হারানোর অব্যক্ত বেদনা লাঘবে বাণিজ্যিক নয়, সেবার উদ্দেশ্যে এ রকম কর্মসূচি পালনের পাশাপাশি অসহায় রোগীদের সহায়তা করছি।
দ্বিতীয় পর্বে ডা. দ্বিপান্বিতা দে ও ডা. সত্যপদ বিশ্বাস আলাদাভাবে মহিলা ও পুরুষদের পরামর্শ এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রেস বিজ্ঞপ্তি।












