প্রাথমিকে ৯% শিক্ষক পদ শূন্য : প্রতিমন্ত্রী

| বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন ৩৭ হাজার ৯২৬টি শিক্ষক পদ শূন্য, যা মোট পদের প্রায় ৯ শতাংশ। এর মধ্যে প্রধান শিক্ষকের ২৯ হাজার ৮৫৮টি পদ শূন্য। আর সহকারী শিক্ষকের ৮ হাজার ৬৮টি পদ খালি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গতকাল মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৯৭১টি। এসব পদে কর্মরত রয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৪৫ জন শিক্ষক। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যময়ী একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান কাল
পরবর্তী নিবন্ধবিসিএসআইআরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী