প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে গতকাল রোববার রাত পৌনে ১০টায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ কথা বলেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি আগের মতোই চালিয়ে যাবেন শিক্ষকরা। মাসুদ বলেন, আগামীকাল (সোমবার) বিকাল ৫টায় অর্থ মন্ত্রণালয়ে মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কর্মবিরতি কর্মসূচি আপাতত স্থগিত থাকবে, তবে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। খবর বিডিনিউজের।

সচিবালয়ে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সভাপতিত্ব করেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে যথাসম্ভব দ্রুত দাবিগুলো সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।

লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা প্রাথমিকের শিক্ষকদের দশম গ্রেডে বেতন ছাড়াও বাকি দুই দাবি হলো চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ নামে চারটি শিক্ষক সংগঠনের মোর্চার ব্যানারে এসব কর্মসূচি পালন করছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধরাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা
পরবর্তী নিবন্ধএবার শীত নামবে কবে?