প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেড করার প্রজ্ঞাপন জারি

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাদের বেতন দশম গ্রেডে নির্ধারণের প্রজ্ঞাপন হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একাদশ গ্রেড থেকে তাদের বেতন এক ধাপ বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করেছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিন এ প্রজ্ঞাপন জারি হলেও নতুন গ্রেডে বেতন ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলনের মুখে সরকারের তরফে ৬৫ হাজার ৫৪৭টি প্রধান শিক্ষকের পদ দশম গ্রেড করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, যা ৩ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন পায়। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমান দেশে ফিরলে সব অনিশ্চয়তা কেটে যাবে : সরওয়ার আলমগীর
পরবর্তী নিবন্ধজেলা রোভার মুটে রোভার স্কাউটদের জন্য ক্যারিয়ার কম্পাস প্রোগ্রাম