‘প্রাত্যহিক জীবনে সত্যের প্রতি অবিচলতাই কারবালার হোসাইনী আদর্শ’

| শুক্রবার , ২৬ জুলাই, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

প্রতি বছরের ন্যায় ইয়াওমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসুল (.) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল গত ১৮ জুলাই বাদ আসর মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে মোন্তাজেম, জিন্মাদার ও সাজ্জাদানশীন হযরত ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (.) সভাপতিত্বে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে বক্তব্য রাখেন গহিরা এফ কে জামেউল উলুম আলীয়া মাদরাসার সাবেক শায়খুল হাদীস প্রবীণ আলেমে দ্বীন মুফতী ইব্রাহিম কাদেরী, আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদাশীন মুফতী কাজী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী, যুক্তরাষ্ট্র নিউইয়র্ক নর্থ ব্রুকস ইসলামীক সেন্টারের খতিব মুহাম্মদ সাইফুল আজম বাবর আযহারী, ঢাকা আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী, ঢাকা হাসনাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব মুফতী জহিরুল ইসলাম ফরিদি, গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমুদুল হক মাইজভাণ্ডারী, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া কামিল মাদরাসার হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান কাজী মুহাম্মদ শফিউল আজম আল কাদেরী, প্রভাষক মাওলানা মুফতী মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী, মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী ও শাহাজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী প্রমুখ। এছাড়াও আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাদ আসর পবিত্র কোরআন হতে তিলওয়াত, নাতে রাসুল, শানে শেহাদায়ে কারবালা ও শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে মাহফিল শুরু করা হয়। অতঃপর আলোচকবৃন্দ নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন। বক্তাগণ কোরআন সুন্নাহর আলোকে আহলে বাইতে রাসুলের (.) মর্যাদা, কারবালার প্রকৃত চেতনা ও শিক্ষা এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট আহলে বাইতে রাসুলের (.) আনুগত্যের আবশ্যকতা তুলে ধরেন। মাহফিলে চট্টগ্রাম ছাড়াও দেশের প্রত্যান্ত অঞ্চল হতে দরবারের ধর্মপ্রাণ আশেকভক্ত জায়েরীনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের মান্যবর সভাপতি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (.) তাঁর বক্তব্যে বলেন– ‘প্রাত্যহিক জীবনে সত্যের প্রতি অবিচলতাই কারবালার হোসাইনী আদর্শ। ৭৩ ফেরকায় বিভক্ত মুসলিম উম্মাহর জন্য নুহের কিস্তি হল আহলে বাইতে রাসুল (.)। ঈমান ও আকিদার এই দুর্যোগকালে আহলে বাইতের দামান শক্তভাবে ধারণ করা তাই একান্ত অপরিহার্য। মাহফিলকে সার্বিকভাবে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ পেশ করেন নায়েবে মোন্তাজেম শাহাজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী ও আন্‌জুমানে কেন্দ্রীয় পরিষদের মহাসচিব সৈয়দ মাহমুদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে জেল পলাতক ৪৪৯ কয়েদির আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধআজ নূর মোহাম্মদ আলকাদেরীর (রহ.) ৪৬তম মৃত্যুবার্ষিকী