প্রাণ প্রকৃতি রক্ষায় আর্ট ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে শেষ হলো ৩ দিনের আর্ট ক্যাম্প। জেলার উলিটিলা এলাকায় ‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’ শুক্রবার এ আর্ট ক্যাম্পের আয়োজন করেছে। গতকাল রোববার সমাপনী দিনে ‘রঙে প্রাণে গানে গানে,প্রাণ প্রকৃতি রক্ষার আহ্বানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আর্ট ক্যাম্পে প্রকৃতির অনবদ্য নিমর্গ ক্যানভাসে ফুটিয়ে তুলে শিল্পীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও আর্ট ক্যাম্পের সমন্বয়ক শিল্পী জন মোহম্মদ বলেছেন, সুস্থ সুন্দর পৃথিবীর গড়ে তোলার জন্য শিল্প চর্চার বিকল্প নেই। শিশুকাল থেকে প্রাণ ও প্রকৃতির প্রতি মমত্ববোধ গড়ে তুলতে শিল্প ও লোক সংস্কৃতির ভূমিকা অপরিসীম। আর্ট ক্যাম্পের মাধ্যমে প্রকৃতির নির্সগ ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা শুরুর দিনে এখানকার শিশুরদের নিয়ে কর্মশালা করেছি।’ সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল বলেন ,আমরা গত ৬ বছর ধরে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বন ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করছি। এরই অংশ হিসেবে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আর্ট ক্যাম্পের আয়োজন করেছি। এর মাধ্যমে কিছুটা হলেও আমরা মানুষকে সচেতন করতে পারব। কর্মশালায় পুঁথিপাঠে কুয়াশা মুর্খ,
অরিগামিতে পিয়াল পিউ, কারুশিল্পে দুলাল কান্তি দাশ, ভাষ্কর্যে নাজমুল হোসেন নয়ন, লোকচিত্র কলায় মো. মুনির হোসেইন এবং রেখা চিত্রে দীপ্র বনিক অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধযৌতুকের জন্য স্ত্রীর পা ভাঙা স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম