প্রাণ গেল চাচার, ভাতিজি গুরুতর আহত

মোটরসাইকেলকে নোয়া গাড়ির ধাক্কা

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগতির নোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি। এ সময় গুরুতর আহত হয় সাথে থাকা আরোহী এক নারী। তাকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে ঈদগাঁও মেডিকেল সেন্টারে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরপরই নোয়া গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে পাশের ধান ক্ষেতে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

নিহত মোটর সাইকেল আরোহীর নাম নুরুল আজিম (৪২)। তিনি কঙবাজারের রামু উপজেলার ঈদগঁড় ইউনিয়নের বউঘাটা গ্রামের মৃত হাজি সৈয়দ আহমদের পুত্র। আহত নারীর নাম মোবিনা আক্তার (১৯)। মোবিনা চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। হতাহত এই দুইজন সম্পর্কে আপন চাচাভাতিজি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুইজন হতাহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মো. মেহেদী হাসান। তিনি জানান, ভাতিজি মোবিনা আক্তারকে খুটাখালীস্থ শ্বশুরবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাপের বাড়ি থেকে মোটর সাইকেলে চেপে রওনা হন চাচা নুরুল আজিম। তাদের বহনকারী মোটর সাইকেলটি সকাল ১০টার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কের ফুলছড়ি গেইট এলাকায় পৌঁছামাত্রই পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট নোয়া গাড়ি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল চালক নুরুল আজিম। গুরুতর আহত হন আরোহী ভাতিজি মোবিনা আক্তার। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাশের ঈদগাঁও সদরের ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে ভর্তি করান।

ওসিমালুমঘাট হাইওয়ে থানা আরও জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পড়ে থাকা মোটর সাইকেল চালক নুরুল আজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়। এ সময় পরীক্ষানিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আজিমকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পরই মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করাসহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগন্ডামারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের নির্বাচন ১ নভেম্বর