‘প্রাণিসম্পদ প্রদর্শনী খামারী ও কৃষকদের উৎসাহিত করবে’

আজাদী ডেস্ক | সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

চন্দনাইশ প্রতিনিধি জানান, প্রাণিসম্পদ প্রদর্শনী উপজেলার খামারী ও কৃষকদের আরো উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি গত ৫ জুন দিনব্যাপী চন্দনাইশে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, ছালেহ আহমদ, জাফর আলী হিরু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন। শাপলা খাতুন ও উম্মে খায়ের ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম কায়সার উদ্দিন চৌধুরী, রেজাউন নবী, ডা. মো. ফয়সাল, আলমগীরুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম বাবলু, শাহাদাত নবী খোকা, সমীরণ দাশ তপন, ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, ‘দুধ, ডিম, মাংস খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান’- প্রতিপ্রাদ্যকে তুলে ধরে উপজেলা ডাক বাংলো মাঠে অনুষ্ঠিত হয় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা। আনোয়ারা উপজেলা প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. নইফা বেগম, ডা. সেতেরা বেগম। প্রাণি সম্পদ কার্যালয়ের উপসহকারী দোলন কান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, ফজলুল করিম চৌধুরী বাবুল, নজরুল ইসলাম বকুল, এহসানুল হক, আবু ছিদ্দিক, আবদুল মালেক, আবু ফয়েজ, মাইনুদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্ন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ছিলেন কমিশনার নুরুল আলম
পরবর্তী নিবন্ধউখিয়ায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি