প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্ম কর্মসংস্থান বিষয়ক সেমিনার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় ‘প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্ম কর্মসংস্থানের ভূমিকা বিষয়ক’ সেমিনার গত বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া। সেমিনারে প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্ম কর্মসংস্থানের ভূমিকা বিষয়ক আলোচনায় অংশ নেন প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা ডা. তানজীর হোসেন, প্রাণিসম্পদ সমপ্রসারণ কর্মকর্তা ডা. শুভ কান্তি দাশ, বাঁশখালী ডেইরি এন্ড ফ্যাটেনিং এসোসিয়েশনের সভাপতি ফরহাদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ড বিএনপির সভা
পরবর্তী নিবন্ধদেয়াং পাহাড়ে মা মারিয়া তীর্থ উৎসবে মিলনমেলা