বাঁশখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট ম্যাচ

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৮:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম কফিল উদ্দিন।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ লাবীবের সভাপতিত্বে আয়োজিত খেলায় পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মো: রিদুয়ানের নেতৃত্বে পৌরসভা ছাত্রদল একাদশের মধ্যেকার ম্যাচে ৭নং ওয়ার্ড ছাত্রদল বিজয়ী হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হাসান হোসাইনী, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি মুজাহিদ, সাবেক সহ সভাপতি আতিকুর রহমান মানিক, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আজিম, সাবেক দপ্তর সম্পাদক ওবায়দুল্লাহ বিন মছউদ নকি, যুবদল নেতা মো: ইছহাক, জমশেদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশীদ রাকিব, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো: করিম, পৌরসভা ছাত্রদল নেতা ইউনুস ঈপন, আজাদ, রহমান, নুরুল হক, শাহাদাত, তামজিদ, আক্কাস, বোরহান,
সালাহউদ্দীন, বাবু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সিএনজি অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজিম গ্রেফতার