প্রাক বাছাইয়ে উত্তীর্ণ অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের জ্ঞাতার্থে

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২২-২৩ মৌসুমে চট্টগ্রামের যে সকল অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড় প্রাক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে তাদের নামের তালিকা আগামী ৩১ আগস্ট সিজেকেএস ক্রিকেট কমিটির কার্যালয়ের সামনে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রাক বাছাইয়ে উত্তীর্ণ অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায়, অনূর্ধ্ব-১৬ খেলোয়াড়দের সকাল ১১ টায় এবং অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়দের দুপুর ১২ টায় এম.এ আজিজ স্টেডিয়ামস্থ ক্রিকেট কমিটির কার্যালয়ে উপস্থিত হতে হবে। সেখানে খেলার সরঞ্জামসহ জেলা কোচের নিকট রিপোর্ট করার জন্য সিজেকেএস বয়স ভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল সামার সকার চ্যাম্পিয়নশিপ শুরু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভাগ্য গড়ে দেবে ব্যাটিং