প্রাক্তন ফুটবল সমন্বয় কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রাক্তন ফুটবল সমন্বয় কমিটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সংবর্ধিত অতিথি ছিলেন ডক্টর অব স্পোর্টস ডিগ্রী প্রাপ্ত সিরাজউদ্দীন মো. আলমগীর, চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং জাতীয় ফুটবলার সুহাস বড়ুয়া ও আব্দুল মান্নান। সংবর্ধিত প্রতিষ্ঠান এম এম ইস্পাহানি লিমিটেডের পক্ষে আবদুল্লাহ আল মামুন ও এলিট পেইন্ট গ্রুপের পক্ষে মকছুদুর রহমান বুলবুল ক্রেস্ট গ্রহণ করেন। সংগঠনের সভাপতি নন্দী রাম লাল লাতুর সভাপতিত্বে এবং স্টিয়ারিং কমিটির সদস্য সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাছরুরুল বারী ফারহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক হাসান মুরাদ, সংগঠনের সহ-সভাপতি বাবুল দেব রায় ও যুগ্ম সম্পাদক দীনবন্ধু দাশ গুপ্ত। অনুষ্ঠানে ৪ অসচ্ছল ফুটবলারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুকবল লিগের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধসিপিএলে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স সাকিবের