প্রাক্তন জাসদ ফোরামের স্মরণসভা

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রাক্তন জাসদ ফোরাম চট্টগ্রামের স্মরণ সভা গতকাল সোমবার চকবাজারে প্রাক্তন জাসদ নেতা সোলায়মান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ, চান্দগাঁও থানা জাসদের সভাপতি হাসান বাচ্চু, পাঁচলাইশ জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও কক্সবাজার জাসদ নেতা এস এম নজিবের স্মরণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষক, লেখক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো আবু মুছা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, ১১নং সেক্টরের কোম্পানি কন্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম কাজল, বীর মুক্তিযোদ্ধা দিলিপ কান্তি দাশ, জাসদ ইনু, কেন্দ্রিয় নেতা সুযশময় চৌধুরী, আবু রায়হান চৌধুরী, জেএসডি নেতা কামাল উদ্দিন, মশিউর রহমান খান, সৈয়দ জাফর হোসেন, আবদুল মাবুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশামুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যুবতীর মৃত্যু
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে স্পেস প্রোগ্রামিং অ্যান্ড রোবটিকস কর্মশালা